
শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.): এক অমর প্রেরণা
মুসলিম বিশ্বের এক অনন্য আলোকবর্তিকা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহিমাহুল্লাহ) ছিলেন একজন বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় বক্তা এবং মুফাসসিরে কুরআন। তিনি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, নির্বাচিত সংসদ সদস্য এবং একজন জননন্দিত প্রখ্যাত রাজনীতিবিদ। তাঁর ইসলামী জ্ঞান, ইসলাম ও দেশের পক্ষে অবস্থান, ন্যায়ের পক্ষে অপরিসীম দৃঢ়তা এবং আপসহীন সাহসিকতা তাকে ধর্ম ও রাজনীতির সীমানা ছাড়িয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছে।
অন্যায়ের মুখোমুখি হলে তিনি ছিলেন প্রাচীরসম দৃঢ় যেখানে জুলুম, নির্যাতন ও ফ্যাসিবাদের ভয়ঙ্কর থাবাও তাঁর মনোবল ভাঙতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাজানো প্রহসনের বিচারে তিনি দীর্ঘ ১৩ বছর কারাগারের অন্ধকারে কাটিয়েছেন, অমানবিক যন্ত্রণা সহ্য করেছেন। তবুও কোনো পরিস্থিতিতেই তিনি জালিমের কাছে মাথা নত করেননি; বরং কারাগারের অন্তরাল থেকেও ন্যায় ও ইসলামের দাওয়াত ছড়িয়ে গেছেন।
একজন আলেমের পাশাপাশি তিনি ছিলেন একজন সফল লেখক, প্রভাবশালী ইসলাম প্রচারক, নিবেদিত সমাজকর্মী এবং প্রেরণাদায়ক নেতা। তাঁর কণ্ঠে ছিল সত্যের বজ্রধ্বনি, আর হৃদয়ে ছিল উম্মাহর প্রতি সীমাহীন ভালোবাসা। বন্দী অবস্থায় চিকিৎসাবঞ্চিত হয়ে বিচারিক হত্যার শিকার হওয়া পর্যন্ত তিনি ইসলামের পতাকা উঁচু রেখেছেন।
তাঁর শাহাদাত মুসলিম বিশ্বকে শোকাভিভূত করলেও, তাঁর জীবন ও সংগ্রাম লাখো মানুষের হৃদয়ে জ্বালিয়ে গেছে অবিনশ্বর প্রেরণার শিখা যা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের অদম্য বার্তা হয়ে থাকবে। তিনি চিরকাল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন সত্য, ত্যাগ ও শাহাদাতের প্রতীক হিসেবে।