শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)
এক অমর প্রেরণা
বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ, জননন্দিত ইসলামী বক্তা, জনপ্রিয় মুফাসসিরে কুরআন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহিমাহুল্লাহ) তাঁর জীবনের দীর্ঘ পাঁচ দশক ধরে ইসলাম প্রচারের এক মহান সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর প্রতিটি আলোচনা ছিল ইসলামের তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞানের এক অনন্য ভাণ্ডার, যা লক্ষ লক্ষ মানুষকে হেদায়েতের পথে চালিত করেছে। এই অসাধারণ আলোচনাগুলো উম্মাহর জন্য এক অমূল্য সম্পদ। তাঁর ৫০ বছরের কুরআনের খেদমতের স্মৃতিকে সংরক্ষণ ও সহজে অনুসন্ধানের জন্য একটি সংগ্রহশালা তৈরি করা হয়েছে, যাতে প্রতিটি আলোচনা দাওয়াতী কাজের জন্য সহজেই ব্যবহার করা যায়। মহান আল্লাহ আমাদের এই আন্তরিক প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।
